
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম : জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে, করোনা সাস্পেক্টেড ব্যাক্তিদের স্যাম্পল কালেকশন এর জন্য নির্মিত সেফটি বুথ উদ্বোধন করেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাফফর হোসেন। বুধবার ১৩মে ২০২০ দুপুরে সেফটি বুথ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নির্মাণাধীন শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুর এর প্রজেক্ট ডিরেক্টর ডাক্তার মোহাম্মাদ মোশায়ের উল ইসলাম রতন । সিভিল সার্জন ডা. প্রনয় কান্তি দাস, সহকারী পরিচালক জামালপুর জেনারেল হাসপাতাল ডাক্তার মাহফুজ সোহান, ইউএনও (সদর) ফরিদা ইয়াসমিন, ডেপুটি সিভিল সার্জন এ কে এম শফিকুজ্জামান (লিমন) , ডাক্তার লুৎফর রহমান ইউ এইচ এন্ড এফ পি সদরসহ আরও অনেকে।