
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: করোনা (ভাইরাস) কোভিড ১৯ , এর হোম কোয়ারান্টাইন এর নীতিমালা না মেনে চলায় জামালপুর শহরে এ সৌদি আরব থেকে আগত বগাবাড়ী ভোটঘরের বাসিন্দা সোনিয়া নামে একজন মহিলাকে বুধবার ১৮ মার্চ, ১০,০০০/- টাকা জরিমানা করেন সদরের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার।