
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই এনামুল হকের (৩৮) হাতে দায়ের আঘাতে ছোট ভাই জাকারিয়ার (৩৫) মৃত্যু হয়েছে।
শুক্রবার ২০ আগস্ট ২০২১ দুপুরে মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের বন্দোরৌহা গ্রামে এই ঘটনা ঘটে। তারা এই গ্রামের আব্দুল মান্নান এর ছেলে। পরে পুলিশ এলাকাবাসীর মাধ্যমে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে মেলান্দহ থানায় নিয়ে আসে।
মেলান্দহ থানার ওসি মায়নুল ইসলাম গণমাধ্যমকে জানান, নিহত জাকারিয়ার সাথে পরিবারের জমি সংক্রান্ত বেশ কিছুদিন ধরে ঝামেলা ছিল। শুক্রবার দুপুরে ঝগড়ার সময় এনামুল ক্ষিপ্ত হয়ে জাকারিয়ার মাথার পিছনে দা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। তিনি আরও জানান,এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই রিপোর্ট লেখা সময় পর্যন্ত মামলা হয়নি।


















