আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৬০ পিস ইয়াবাসহ ফজলুল হক ও নয়ন মিয়া নামের দুই মাদক কারবারিকে আটক করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। ২৮ অক্টোবর রাতে তাদেরকে আটক করা হয়। ২৯ অক্টোবর তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজাতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা ও এএসআই হারুন অর রশিদ ২৮ অক্টোবর রাতে সানন্দবাড়ী বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় নয়ন মিয়া (২৬) ও ফজলুল হককে (২৮) আটক করে তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক নয়ন মিয়া টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মুৎসুদ্দী গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে এবং ফজলুল হক একই গ্রামের নুরুল ইসলামের ছেলে। ২৯ অক্টোবর দুপুরে তাদেরকে জামালপুর আদালতে হাজির করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদেরকে জামালপুর জেলহাজতে পাঠনো হয়েছে।