
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর বিভাগীয় প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট। রংপুর বিভাগে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ কারিগরি প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠ অধ্যক্ষসহ মোট ৪টি প্রধান ক্যাটাগরিতে প্রথম স্থান ও শ্রেষ্ঠত্বের পুরস্কার লুফে নিয়েছে।
শনিবার ১৭ জানুয়ারি২০২৬ রংপুর জিলা স্কুল অডিটোরিয়ামে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে চূড়ান্ত ফলাফল ঘোষণা ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কারিগরি প্রতিষ্ঠান মেধা তালিকায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট।শ্রেষ্ঠ অধ্যক্ষ কারিগরি শিক্ষা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অধ্যক্ষের গৌরব অর্জন করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল ওয়াদুদ মন্ডল।শ্রেষ্ঠ রোভার গ্রুপ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ রোভার গ্রুপ হিসেবে পুরস্কৃত হয়েছে প্রতিষ্ঠানটির রোভার ইউনিট।
শ্রেষ্ঠ রোভার স্কাউট ব্যক্তিগত পারফরম্যান্সে শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হয়েছেন উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থী মোঃ হাসিবুল আলম।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি ২০২৬ রংপুর জেলা স্কুলে জাতীয় শিক্ষা সপ্তাহের বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হয়।
১৭ জানুয়ারি ২০২৬ শনিবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। এমন গৌরবোজ্জ্বল সাফল্যে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। বিভাগীয় পর্যায়ের এই বিজয়ীরা এখন জাতীয় পর্যায়ে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন।
আগামী ২০ জানুয়ারি ২০২৬ তারিখে ঢাকায় জাতীয় পর্যায়ের মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানেও সাফল্যের এই ধারা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।


















