আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ
নাসিরনগর উপজেলার চাতলপাড় জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে শীতার্ত অসহায় ও গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। চাতলপাড় ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৪৮০টি কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে আজ শনিবার সকালে চাতলপাড় ডিগ্রি কলেজ প্রাঙ্গণে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চাতলপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি(ভারপ্রাপ্ত) মোঃ অহিদুল করিমের সভাপতিত্বে জানু মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চাতলপাড় ইউপি‘র সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ আলমগীর হোসেন। সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সোহরাব খান,যুবদল নেতা কামরুল ইসলাম বাবুল,ওমর ফারুক,জিল্লু মিয়াসহ আরো অনেকে। এসময় শাহ আলম পাঠান,শামীম আহমেদ,বাচ্চু মিয়া, সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন,খোরশেদ আলম,ধন মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।