
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :
চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন শ্রমজীবী ১২০টি হতদরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবণ, জীবাণুনাশক ও সাবান সমন্বয়ে একটি করে খাদ্য সামগ্রী’র প্যাকেট বিতরণ করেছে পাবনার চাটমোহর ক্রিকেট একাডেমি।
আজ ৪ এপ্রিল শনিবার সকাল ১০টায় চাটমোহর সরকারি কলজ মাঠে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে খাদ্য সামগ্রী’র প্যাকেট বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) মো: সজীব শাহরিন।
এ সময় ডা. এম. এ. মতিন, চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি কে. এম. বেলাল হোসেন স্বপন, চাটমোহর ক্রিকেট একাডেমি’র সাধারণ সম্পাদক ফজলুল হক কালু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব বিশ্বাস রাজু, চিত্রাঙ্কন শিক্ষক সঞ্জয় কুমার দাস মানিক, সাংবাদিক শাহীন রহমান ও পবিত্র তালুকদারসহ একাডেমি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।