আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম : চাঁদাবাজির মামলায় জামালপুর সদর উপজেলার ঝাওলা গোপালপুর কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেনকে দুই বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ২৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরে স্পেশাল জজ আদালতের বিচারক জহিরুল কবির এই রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, ঝাওলা গোপালপুর কলেজে শিক্ষক পদোন্নতির জন্য অধ্যক্ষ মোফাজ্জল হোসেন ওই কলেজের উপধ্যক্ষ এবিএম ফরহাদ হোসেনসহ ৩ শিক্ষকের কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা নেয়। পরে কাজ করে না দেওয়ায় ২০০৮ সালে উপাধ্যক্ষ এবিএম ফরহাদ হোসেন বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। তিনি বলেন, দীর্ঘ তদন্তে অভিযোগ প্রমাণিত হলে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক জহিরুল কবির এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জাহিদ আনোয়ার ও এপিপি নুরুল করিম ছোটন। বিবাদীপক্ষে আনোয়ারুল করিম শাহজাহান। রায় ঘোষনার পর অধ্যক্ষ মোফাজ্জল হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে কলেজ ফান্ডের ১২ লাখ ৬২ হাজার ৮৬৭ টাকা আত্মসাতের আরও একটি মামলা আদালতে বিচারাধীন আছে।