মোঃ বাবুল রানা,ভোলা:
ভোলার চরফ্যাশনে নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মা’দক সম্রাট লিটন মাঝি (৩৭) ও তার সহযোগী ই’য়াবা ব্যবসায়ী ছিদ্দিক মোল্লা (২৫) কে বিপুল পরিমাণ ই’য়াবা ও গাঁ’জাসহ গ্রেপ্তার করা হয়েছে।
১৬ নভেম্বর শনিবার দুপুরে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে শশীভূষণ থানায় মা’দক মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার লিটন মাঝি ওই গ্রামের বাসিন্দা ও হাজী মোহাম্মদ আলীর ছেলে এবং সিদ্দিক মোল্লা একই গ্রামের নুর ইসলাম মোল্লার ছেলে।
জানা যায়, এর আগে ১৫ নভেম্বর শুক্রবার রাত একটায় গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও পুলিশের বিশেষ অভিযানে লেঃ কমান্ডার এম ওমর ফারুকের নেতৃত্বে শশীভূষণ থানার আওতাধীন এওয়াজপুর গ্রামের ৪নম্বর ওয়ার্ডের মা’দক সম্রাট লিটনের বসতঘরে বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৫৯৫ পিস ই’য়াবা ট্যাবলেট এবং ১ কেজি গাঁ’জা, অবৈধ কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও একটি মোটর সাইকেল এবং নগদ ৪৫ হাজার টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার সকাল ১১টার দিকে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন নৌবাহিনী লালমোহন ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার এম ওমর ফারুক।
তিনি বলেন, ‘শুক্রবার রাত ১১টার দিকে তার নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর এলাকার ৪নং ওয়ার্ড থেকে ১ হাজার ৫৯৫ পিস ই’য়াবা ও ১ কেজি গাঁ’জাসহ চিহ্নিত মা’দক ব্যবসায়ী ও মা’দক সম্রাট লিটন মাঝি ও সিদ্দিক মোল্লাকে গ্রেপ্তার করেন। এসময় তাদের তথ্যের ভিত্তিতে ঘরের বিভিন্ন যায়গা থেকে ২টি মোবাইল ফোন, ১টি মোটর সাইকেল ও নগদ ৪৫ হাজার একশ টাকা উদ্ধার করা হয়।’
তিনি আরো জানান, ‘গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শশীভূষণ থানায় একাধিক মামলা আছে। তাদেরকে শশীভূষণ থানায় হস্তান্তর করা হয়েছে।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, ‘নৌবাহিনী ও থানা পুলিশসহ যৌথ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে নৌবাহিনীর ক্যাম্পে নিয়ে যান। শনিবার তাদেরকে থানায় হস্তান্তর করলে আদালতে প্রেরণ করা হয়।’