চকরিয়া প্রতিনিধি>> কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দু র্ঘ ট না য় দুই যুবক নি হ ত হয়।এতে গু রু ত র আ হ ত হলেন আরো একজন যুবক। মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোর ৫দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার বানিয়াছড়া এলাকা ও একই দিনে বিকেল ২টা ৫০মিনিটের দিকে চকরিয়া টু মহেশাখালী সংযোগ জেলা মহাসড়কের সাহারবিল ইউনিয়ন পরিষদের পূর্বপাশে মসজিদ গেটের সামনে পৃথক এ দু র্ঘ ট না ঘটেছে। নিহত-মোটর সাইকেল আরোহী সোহেল সিকদার(২২) উপজেলার কৈয়ারবিল ইউপির ভরন্যাচর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোঃবাবুলের পুত্র। অপরদিকে একই দিনে মাহমুদুল করিম (২৫) নামের ঢেমুশিয়ার বাসিন্দা নি হ ত হন।এসময় তার বড়ভাই গু রু ত র আ হ ত হয়।
স্হানীয়রা জানান,মঙ্গলবার ভোর ৫টার দিকে বানিয়ারছড়া স্টেশনের অদূরে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে ঘটনাস্থলে ওমান প্রবাসী সোহেল সিকদার (২২) নামের এক যুবক ওমান প্রবাসী এক যুবক মা রা যায়। অপরদিকে একই দিন বিকেলে চকরিয়া-মহেশখালী জেলা মহাসড়কের শাহারবিল ইউনিয়ন পরিষদের পুর্বপাশে মসজিদ গেইটের সামনে কার্ভারভ্যান গাড়ী সাথে মোটর সাইকেলের মুখোমুখি সং ঘ র্ষে মাহমুদুল নামের এক যুবক নি হ ত হয়।এসময় নিহতেে বড়ভাই মোটরসাইকেল আরোহী গু রু ত র আ হ ত হয়েছেন।তবে ঘটনাস্থল থেকে তাদেরকে স্হানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।অপর একজনকে চিকিৎসাধিন রেখেছেন। এদিকে মাগরিবের নামাযের পর কৈয়ারবিল ভরন্যারচর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ওমান প্রবাসী সোহেল সিকদারের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।