জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় গাছের নিচে চা’পা পড়ে মোঃ বাপ্পী (৩৫) নামে এক দিনমজুরের মৃ’ত্যু হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি) দুুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুহুরী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত,মোঃ বাপ্পী (৩৫) একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইসলামনগর এলাকার জাফর আলমের পুত্র।
স্থানীয়রা জানান,শনিবার সকালে কৈয়ারবিলের মুহুরী পাড়া এলাকায় মৃত শামসুল আলমের বসতবাড়িতে গাছ কা’টতে যায় নিহত বাপ্পী। গাছ কা’টতে গিয়ে গাছে প্যাঁচানো রশির সাথে আ’টকে যায়।এসময় কা’টা গাছটি ঘুরে মাটিতে পড়ে।গাছটি পড়ার পূর্বেই সে গাছের নিচে চা’পা পড়লে,স্হানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান বাপ্পী।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওসমান গনি বলেন, গাছের নিচে চাপা পড়ে লোক মারা গেছে সংবাদটি এক সংবাদকর্মী জানালেও তার পরিবার থেকে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে ।