চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়া উপজেলায় আব্দুল হাকিম ছোটন(২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার পর মরদেহ চিংড়ি প্রকল্পের খালে ভাসিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০টার দিকে চকরিয়ার শাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ড কোরালখালীর পাইল্যাপাড়ার পশ্চিমে মুফিজের চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটেছ। নিহত আবদুল হাকিম ছোটন ওই এলাকার দেলোয়ার হোসেনের পুত্র।তাছাড়া ছোটন একটি চিংড়ি প্রকল্পের পাহারদার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
নিহতের বড় ভাই আব্দুল হামিদ জানান, ছোটনকে রাত ৮টার দিকে একটি চিংড়ি ঘেরে যাওয়ার পথে পূর্বের হুমকিদাতারা পিছন থেকে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে খালের পানিতে ভাসিয়ে দিয়ে পালিয়ে যায়।ঘটনার সময় ছোটন আমার এক চাচাতো ভাই সোহেলের সাথে ফোনে কথা বলে-বলে হাঁটতে থাকে।এমতাবস্থায় ছোটন চিৎকার করেছে শুনেছে।পরে ছোটন ফোনে কথা না বলায় আমাকে ফোন করে জানাল সোহেল।এরপর আমি দৌড়ে গিয়ে দেখি ছোটন পানিতে ভাসছে। সেখান থেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, কোরালখালীর সাবেক ইউপি সদস্য জামালের ভাই জয়নাল আবেদীনের মেয়ের সঙ্গে একই এলাকার নুরুল আলমের ছেলে শহীদুল্লাহর বিয়ের কথা ছিল। কিন্তু আগে থেকে সম্পর্ক থাকার কারণে এক সপ্তাহ আগে ছোটনের সঙ্গে ওই মেয়ের বিয়ে হয়ে যায়। এই বিয়ের কারণে শহীদুল্লাহ ক্ষিপ্ত হয়ে এ হত্যাকাণ্ডটি ঘটাতে পারে বলে ধারনা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে রেজাউল করিম (২৬) নামে একজনকে আটক করা হয়েছে।