মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ভ’য়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে ১৫ বছর বয়সের এক আদিবাসী কি’শোরীকে জো’রপূর্বক ধ’র্ষণের অভিযোগে অনীল বেশরা (৫৫) নামের এক আদিবাসীকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
অভিযুক্ত ব্যক্তি উপজেলার ২নং পালশা ইউনিয়নের বেলওয়া গ্রামের ডুগরু বেশরার ছেলে।
গত রবিবার রাতে ভুক্তভোগী কিশোরীর মা সিলিনা মার্ডী বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা করলে রাতেই অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ও মামলার বাদী একই এলাকার বাসিন্দা হওয়ায় বাড়িতে যাওয়া- আসার সুবাদে বাদীর কন্যার দিকে কুদৃষ্টি দিয়ে বিভিন্ন প্র’লোভন দেখিয়ে কুপ্রভাব দিতে থাকে।
এরই সূত্র ধরে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি সকাল অনুমান ৯ টার দিকে চা পান করার ছলে বাদীর বাড়িতে প্রবেশ করে তাকে একা পেয়ে জো’রপূর্বক ধ’র্ষণ করে।
এরপর কান্নাকাটি শুরু করলে তাকে ভ’য়ভীতি দেখিয়ে বিষয়টি কাউকে না জানানোর জন্য নিষেধ করে চলে যায়। ঘটনার পর থেকে কি’শোরীকে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধ’র্ষণ করে।
এক পর্যায়ে কি’শোরী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে জানতে পারেন তার কন্যা সাত মাসের গর্ভবতী।
ওই কিশোরীর নিকট ঘটনা সংক্রান্ত বিস্তারিত জানার পর বিষয়টি আশে পাশের লোকজন জানতে পারলে অনীল বেশরা কি’শোরীকে ও তার পরিবারের লোকজনকে হ’ত্যার হু’মকি দিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে আসামীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে, আজ কি’শোরীকে কে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’