
মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা :
বৃষ্টি বাংলাদেশকে গ্রুপ সেরা বানিয়ে দিল। পচেফস্ট্রুমে শুক্রবার বারবার বাগড়া দেয় বৃষ্টি। দেরিতে হয় টস। খেলা শুরু হয় দেরিতে। প্রথম দফায় খেলা নামে ৩৯ ওভারে। পরেরবার কমে হয় ৩৭। শেষ পর্যন্ত বাংলাদেশ ইনিংসের ২৫ ওভার শেষে আবার বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি।
সে সময় বাংলাদেশের রান ছিল ৯ উইকেটে ১০৯। খেলা হলে হয়তো বাংলাদেশ হেরে ২য় হওয়া লাগতো। টস হেরে ব্যাট করতে নামা দলটি পাকিস্তানের মোহাম্মদ আমির খান ও আব্বাস আফ্রিদির পেস বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি।
প্রথম সাত ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে গেছেন কেবল দুই জন। ওপেনার তানজিদ হাসান তিন চার ও এক ছক্কায় ৩৫ বলে করেন ৩৪। ৪১ বলে ১৬ রান করেন শাহাদাত হোসেন(৩)।
২৬ বলে তিন চারে ২০ রান করে রান আউট হয়ে যান অভিষেক দাস। তার সঙ্গে ৭ম উইকেটে শাহাদাতের ৩৩ রান বাংলাদেশের সেরা জুটি।
আমির ৪ উইকেট নেন ৩০ রানে। আফ্রিদি ২০ রানে নেন ৩টি।
রান রেটে পিছিয়ে দ্বিতীয় হওয়া পাকিস্তান শেষ আটে পাচ্ছে ‘ডি’ গ্রুপের সেরা আফগানিস্তানকে।
‘সি’ গ্রুপ সেরা বাংলাদেশ খেলবে ‘ডি’ গ্রুপের স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাত আজকের ম্যাচের জয়ী দলের বিপক্ষে।