
ঝিনাইদহ প্রতিনিধি :
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গ্রীনজোন হিসেবে ঘোষিত হওয়ার একদিন পরই ঝিনাইদহে নতুন করে আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে ঝিনাইদহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬০ জন। সিভিল সার্জন ডা. সেলিনা বেগম সোমবার জানান, খুলনা, যশোর এবং কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে মোট ২৮ টি রিপোর্ট এসেছে। এর মধ্য থেকে ৫ টি পজিটিভ। আক্রান্ত ব্যক্তিদের একজনের বাড়ী ঝিনাইদহ সদরে, কালীগঞ্জ উপজেলায় ৩ জন এবং হরিনাকুন্ডু উপজেলায় একজন রয়েছেন । সূত্রমতে আক্রান্ত ৬০ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৩৮ জন।