ঝিনাইদহ প্রতিনিধি :
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গ্রীনজোন হিসেবে ঘোষিত হওয়ার একদিন পরই ঝিনাইদহে নতুন করে আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে ঝিনাইদহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬০ জন। সিভিল সার্জন ডা. সেলিনা বেগম সোমবার জানান, খুলনা, যশোর এবং কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে মোট ২৮ টি রিপোর্ট এসেছে। এর মধ্য থেকে ৫ টি পজিটিভ। আক্রান্ত ব্যক্তিদের একজনের বাড়ী ঝিনাইদহ সদরে, কালীগঞ্জ উপজেলায় ৩ জন এবং হরিনাকুন্ডু উপজেলায় একজন রয়েছেন । সূত্রমতে আক্রান্ত ৬০ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৩৮ জন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।