দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ
ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (২৮ জানুয়ারি )সকাল আটটা থেকে এগারটা পর্যন্ত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হচ্ছে। মোট ৩ হাজার ৭ শত কম্বলের এর মধ্যে ৪ শত ৭০টি সরকারি কম্বল এবং অবশিষ্ট ৩ হাজার ২ শত ৩০ টি কম্বল পৌর কর্তৃপক্ষের উদ্যোগে বিতরণ করা হচ্ছে।
শীতবস্ত্র বিতরণের সময় গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ উপস্থিত থেকে সুশৃঙ্খলভাবে তা বিতরণ করেন। শীতবস্ত্র ( কম্বল) বিতরণের সময় জাতীয় ভোটার আইডি কার্ডের ফটোকপি সংগ্রহ এবং রেজিস্ট্রারে লিপিবদ্ধ করে কম্বল বিতরণ করা হয়।