দিলীপ কুমার দাস, ময়মনসিংহ :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খানের বাসভবনে আ’গুন লেগে সব পু’ড়ে গেছে। শুক্রবার দুপুরে লাগা এ আগুনে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান চেয়ারম্যান।
গৌরীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১ ঘণ্টার প্রচেষ্টায় আ’গুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বাসার সকল আসবাবপত্র ও মালামাল পু’ড়ে যায়।
গৌরীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ শাহজাদা জানান, ‘পৌর শহরের ইসলামাবাদ মহল্লায় চেয়ারম্যানের বাসায় আ’গুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই আ’গুন সারা বাসায় ছড়িয়ে পড়ে। বাসার সকল আসবাবপত্র ও টিনের চাল আ’গুনে পু’ড়ে গেছে। এতে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান জানান, ‘ঘটনার সময় বাসায় কেউ ছিলো না। ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আ’গুনের সূত্রপাত হয়েছে। বাসার দরজা-জানালা কাঠের, সিলিং বাঁশের, বেতের ও টিনের চালা, যে কারণে আ’গুন মুহূর্তেই সারা বাসায় ছড়িয়ে পড়েছে। এতে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।