দিলীপ কুমার দাস, ময়মনসিংহঃ
পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গৌরীপুর উপজেলার অন্তর্গত ৫ শতাধিক শ্রমজীবী নারীর মাঝে ইদ উপহার বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা এবং তিনি নারীর অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সরকারের ভূমিকা তুলে ধরেন।এছাড়াও তিনি গৌরীপুর উপজেলার অন্তর্ভুক্ত সকল বীর মুক্তিযোদ্ধাদের সাথে সৌজন্য সাক্ষাৎসহ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে ইদ উপহার বিতরণ করেন এবং আগামী প্রজন্ম যেন এদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে সে কথা ব্যক্ত করে উপস্থিত সকলের নিকট জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট চান।