শেখ মোঃ সাইফুল ইসলাম, (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাহিদ মিয়া (৩০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম এ অভিযান চালায়। এতে ডিসি অফিসের সামনে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের কফিশপের সামনে থেকে নাহিদ মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইয়াবা কারবারী নাহিদ মিয়া জেলা সদরের দক্ষিণ ধানঘড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ডিবি ওসি মজিবুর রহমান পিপিএম জানান, জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৯ হাজার টাকা। এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু করে আসামীকে আদালতে পাঠানো হয়েছে।