ক্রাইম পেট্রোল ডেস্ক : গাইবান্ধায় চাঞ্চল্যকর তৃষা হত্যার সাজাপ্রাপ্ত আসামি মেহেদী হাসান মডার্ণ কারাগার থেকে বের হয়ে পুনরায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করার প্রতিবাদে আজ বুধবার দুপুরে গাইবান্ধা শহর সংলগ্ন পুরাতন বাদিয়াখালী বাজার এলাকায় এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নেতাজী সুভাষ চন্দ্র বসু স্মৃতি পাঠাগার বাদিয়াখালী অঞ্চল এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা নিলুফার ইয়াসমিন শিল্পী, শিক্ষক কল্যাণ পাল, বন্ধন কুমার, উম্মে নিলুফার তিন্নি, খায়রুল ইসলাম, নজরুল ইসলাম, শামীম আহমেদ, রফিক মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। সেইসাথে সামাজিক অবক্ষয় রোধে পাঠাগার আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়। বক্তারা অবিলম্বে তৃষা হত্যার সাজাপ্রাপ্ত আসামি মডার্ণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।সেইসঙ্গে তারা বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যাসহ সকল হত্যা, খুন ও ধর্ষণের বিচার নিশ্চিত করারও দাবি জানান।
প্রসঙ্গত, মেহেদী হাসান মডার্ণ সম্প্রতি কারাগার থেকে বের হয়ে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে পুলিশ মডার্ণকে আটক করে।