
ক্রাইম পেট্রোল ডেস্কঃ খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার কানাই লাল সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর), মিডিয়া এণ্ড কমিউনিটি পুলিশিং, খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) শামীম কাজী(৩২), পিতা-আমির চাঁন কাজী, সাং-শেখপাড়া, জনতা ব্যাংকের গলি, ঝুমুর এর বাড়ির ভাড়াটিয়া, থানা-সোনাডাঙ্গা মডেল; ২) মোঃ রাসেল সরদার(২২), পিতা-মৃতঃ আজমুল সরদার, সাং-গুনারী, থানা-দাকোপ, জেলা-খুলনা; ৩) মোঃ শাকিল শেখ(২০), পিতা-মোঃ ছলেমান শেখ, সাং-কালাবগী, ৯নং গেটের পাশে, থানা-দাকোপ, জেলা-খুলনা এবং ৪)মোঃ রেদোয়ান @বাবু (১৭), পিতা-মৃতঃ জিয়া, সাং-খালিশপুর চিত্রালী সুপার মার্কেট, রোড নং-২২, ওয়ার্ড নং-১০, বাসা নং-এন/এল ২, মোল্লা মেনসন মুকিত মোল্লা এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-খালিশপুর, খুলনা মহানগরীদের কে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।