
জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ দুনিয়ার মজদুর এক হও,বাংলার মেহনতি মানুষ এক হও’ এই শ্লোগানে মুখরিত হয়ে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ ও ৬ নং ওয়ার্ড শ্রমিকলীগের সম্মেলন ও কাউন্সিল ২ ডিসেম্বর, বিকাল ৪টায় সময় কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনটি খুটাখালী ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম’র সঞ্চালনায়,পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্য দিয়ে শুরু হয়েছে। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্হিত ছিলেন,চকরিয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন জামাল। প্রধান অতিথি ছিলেন খুটাখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন। প্রধান বক্তা ছিলেন,উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ মামুন।বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বাহাদুর হক,সাবেক সম্পাদক এম বেলাল আজাদ,উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন জালাল,খুটাখালী ইউনিয়ন আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক সাঈদ মো. শাহ জালাল,সাবেক সাংগঠনিক মনিরুল হক ভুট্টু,উপজেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম মিটু,আ’লীগ নেতা আরাফাত রানা,অত্র ইউনিয়নের তাঁতি লীগের সভাপতি জসিম উদ্দিন ও যুবলীগ নেতা,ইমরান খাঁন সহ ইউনিয়ন শ্রমিকলীগ ও প্রতিটি ওয়ার্ডের দায়িত্বশীল ও সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তরা বলেন,মহান বিজয়ের মাসের শুরুতে ৪ ও ৬ নং ওয়ার্ড শ্রমিকলীগের সম্মেলন ও কাউন্সিল বিশাল আকারে আয়োজন করার জন্য ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ও সম্পাদককে ধন্যবাদ জানিয়ে বক্তারা দল গঠনের বিষয়ে বলেন,যারা পাচঁ ওয়াক্ত নামাজ পড়ে,মাদক কারবারি বা সেবনকারী নয়,দলের গঠনতন্ত্র মেনে চলে,দখলবাজ কিংবা সুদহীন জীবনের অধিকারী নয়,অশ্লীল কর্মকান্ডে জড়িত নয়,বড় ও ছোটের সমাদর, সহনশীলতা বজায় রেখে চলে,এমন নম্র, ভদ্র ও শিক্ষিত লোকসহ দলের দু:সময়ের কান্ডারী কিংবা দুর্যোগের সময়ে সাহসিকতার পরিচয় বহন করবে তাদেরকে দলের গুরুত্বপূর্ণ স্থানে রাখার অনুরোধ জানানো হয়েছে।