
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম এর নির্দ্দেশে কোটচাঁদপুর-মহেশপুর সড়কের জগন্নাথপুর তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসায় ডিবি পুলিশ। পুলিশের চেকপোস্ট দেখে পাচারকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল ও ৬ কেজি রুপা উদ্ধার করা হয়।
কোটচাঁদপুর-মহেশপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: মোহাইমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সড়কের জগন্নাথপুর তিন রাস্তার মোড়ে যাত্রী ছাউনির সামনে চেকপোস্ট বসানো হয়। সেসময় বেশকিছু বাস ও মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হচ্ছিল। এক পর্যাযে একটি মোটরসাইকেল ফেলে রেখে একজন আখ ক্ষেতের ভিতর দিয়ে পালিয়ে যায়। পিছু পিছু ধাওয়া করে তাকে আর পাওয়া যায়নি। তার মোটরসাইকেলের সিটের নিচে থাকা একটি ব্যাগ থেকে ৬ কেজি রুপা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, পাচারের উদ্দেশ্যে রুপাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। উল্লেখ্য, গত ১৭ জুন ঝিনাইদহ শহরের ভেটেনারী কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে পুলিশ ৬ কেজি ৭’শ গ্রাম রুপা ও ২২ লাখ টাকাসহ ২ পাচারকারীকে গ্রেফতার করে।