ক্রাইম পেট্রোল ডেস্কঃ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার, কানাই লাল সরকার,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর),মিডিয়া এন্ড কমিউনিটি পুলিশিং (অতিঃ দায়িত্বে),
খুলনা মেট্রোপলিটন পুলিশ,খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) ইব্রাহিম মুন্সি(২৬), পিতা-আঃ জলিল মুন্সি, সাং-কোয়াজপুর মুন্সিবাড়ী, থানা-মাদারীপুর, জেলা-মাদারীপুর, এ/পি সাং-শামসুর রহমান রোড, পুরাতন জোহরা খাতুন স্কুলের বিপরীতে, থানা-খুলনা সদর; ২) মোঃ হৃদয় শেখ(১৯), পিতা-মোঃ কালাম শেখ, সাং-সদ্দি, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জ; ৩) মোঃ হাসিব হাওলাদার(২২), পিতা-মোঃ আবুল হোসেন, সাং-৫২ হাজী ইসমাইল লিংক রোড, বানরগাতী বাজার মোড়, থানা-সোনাডাঙ্গা মডেল; ৪) মোঃ মেহেদী হাসান(২২), পিতা-মৃতঃ আজাদ মোল্যা, সাং-গিলাতলা মোল্যা পাড়া, ৩নং সরকারী গিলাতলা প্রাইমারী স্কুলের পূর্ব পাশে, থানা-খানজাহান আলী, এ/পি সাং-বসুপাড়া, কাশেমাবাদ জামে মসজিদের পাশে, শামসুর রহমানের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সোনাডাঙ্গা মডেল; ৫) মোঃ সোহেল(৩৮), পিতা-দীন মোহাম্মদ, সাং-গল্লামারী কসাই খানার উত্তর পাশে, থানা-সোনাডাঙ্গা মডেল এবং ৬) মোঃ মিজান(৩৪), পিতা-মৃতঃ নূরুল হক, সাং-গজালিয়া মোল্লাবাড়ী, থানা-পিরোজপুর, জেলা-পিরোজপুর, এ/পি সাং-সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের পিছনে, ৫নং মাহতাব উদ্দিন সড়ক আদর্শ পল্লী, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদের কে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১১৬ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।