ক্রাইম পেট্রোল ডেস্ক:
কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ওয়ারেণ্টভুক্ত ১৩ মামলার ১ জন আসামীকে গ্রে’ফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার কেএমপি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১১ ডিসেম্বর ২০২৩ খ্রি. রাত সাড়ে ৯ টায় খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা সদর থানাধীন ১১৩ আপার যশোর রোড, ডাক বাংলার মোড়স্থ হোটেল সবুজ বাংলা (আবাসিক) এর মধ্য হতে মোঃ ওমর ফারুক হাওলাদার (৪১), পিতা-মৃত: আঃ লতিফ হাওলাদার, সাং-মুলগ্রাম, থানা ও জেলা-পিরোজপুর’কে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে ইতোপূর্বে বিভিন্ন অপরাধে ১৩ টি মামলা রয়েছে। গ্রেফতার মোঃ ওমর ফারুক হাওলাদার (৪১) সদর কোর্ট, পিরোজপুর এর জিআর নং-২৯৪/২০২০ এর ওয়ারেন্টভুক্ত আসামী। এ সংক্রান্তে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।