ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
কেএমপির খানজাহান আলী থানা পুলিশের অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) কেএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশের একটি টিম ১৭ নভেম্বর ২০২৫ তারিখ সকালে মিরেরডাঙ্গা এলাকায় অভিযান চালায়। অভিযানে সিআর নং-১৬/২১ (খানজাহান আলী থানা) মূলে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামী মিথুন, পিতা-ইকতার শেখ, সাং-মিরেরডাঙ্গা, থানা-খানজাহান আলী, খুলনাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

















