ক্রাইম পেট্রোল ডেস্ক: কেএমপি’র অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজাসহ ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার, রাশিদা বেগম,বিপি-৭৫০৩০২৭৮১২,বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি),কেএমপি, খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ আশরাফুল ইসলাম@ আকাশ(১৯), পিতা-মোঃ ওমর আলী, সাং-নিজামকান্দি, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-১/৬ কুয়েট রোড ফুলবাড়ী গেইট, থানা-খানজাহান আলী; ২) আবু সাদাৎ এস এম সায়েম(৪৩) পিতা-এস এম ইউনুছ, সাং-সৈয়দনগর বারৈপাড়া, থানা-বোয়ালখালী, জেলা-চট্রগ্রাম এবং ৩) গোবিন্দ দাস(৩২), পিতা-লক্ষণ দাস, সাং-রেলওয়ে হাসপাতাল রোড থানা-খুলনা, খুলনা মহানগরীদের কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।