ক্রাইম পেট্রোল ডেস্কঃ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১ কেজি ৫২৫ গ্রাম গাঁজা এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বিশেষ পুলিশ সুপার, সিটি স্পেশাল ব্রাঞ্চ, কেএমপি, খুলনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ আব্দুল খালেক(৬০), পিতা- মৃতঃ আব্দুল গফুর, সাং-হোল্ডিং নং-৪৫/১, গোবরচাকা ০২ নং ক্রস রোড , থানা-সোনাডাঙ্গা মডেল; ২) মোঃ মোক্তার হোসেন সরদার(৪৮), পিতা-মৃতঃ মোকছেদ সরদার, সাং-রামের ডাংগা, সোনার বাংলা হাই স্কুল এর উত্তর পাশে, থানা ও জেলা-সাতক্ষীরা; ৩) মোঃ সুলতান(৩০), পিতা-মোঃ রহমত আলী, সাং-হোল্ডিং নং-পি-৫৬, রোড নং-১০৭, পুরাতন কলোনী, থানা-খালিশপুর, এ/পি সাং-০১ নং বিহারী ক্যাম্প পৌরসভা লাইন, থানা-খালিশপুর এবং ৪) মোঃ শফিকুল ইসলাম পাটোয়ারী(৩৩), পিতা-মোঃ জাহাঙ্গীর পাটোয়ারী, সাং-সেনহাটি, নতুনপাড়া বাহাউদ্দিন ঈদগাহ আলীয়া মাদ্রাসার সামনে, থানা-দিঘলিয়া, জেলা-খুলনাদের কে খুলনা মহানগরী এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১ কেজি ৫২৫ গ্রাম গাঁজা এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।