crimepatrol24
১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১২:১০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ’লীগের ২ গ্রুপের সংঘর্ষ : নিহত ১, আহত ১০

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৬, ২০১৯ ২:৪৪ অপরাহ্ণ

রফিকুল ইসলাম : বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন উজানগ্রাম ইউনিয়নের মাদপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আজিম উদ্দিন মন্ডল (৫৫) নামের ১ জন নিহত এবং অন্ততঃ ১০জন আহত হয়েছে । উক্ত ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উজানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিকীকে আটক করেছে পুলিশ।

নিহত আজিম কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন উজানগ্রাম ইউনিয়নের মাদপুর গ্রামের বাসিন্দা ও উজানগ্রাম ইউনিয়নের আওয়ামীলীগের কর্মী বলে জানা গেছে।

পুলিশ এবং স্থানীয় সূত্র জানায়, উজানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিকী এবং উজানগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল জলিলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলে আসছিল ।
আব্দুল জলিলের ভাগ্নে আজিম উদ্দিন বৃহস্পতিবার সকালের দিকে আবুবকর সিদ্দিকীর উজানগ্রাম বাজারে গেলে তাকে আবুবকর সিদ্দিকীর লোকজন ছুরিকাঘাত করে। এ সময় আজিম উদ্দিনকে বাঁচাতে এলে আব্দুল জলিলের দুই আত্মীয় জালাল মন্ডল (৪৩) এবং মোতিহার রহমান (৪৭)কেও ছুরিকাঘাত করে ।আহত আজিমকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহাঙ্গীর আরিফ জানান, বৃহস্পতিবার সকালের দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা পরিষদের মেম্বার আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদের সমর্থকদের সঙ্গে আবুবক্কর গ্রুপের সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় আব্দুল মজিদের সমর্থক হিসেবে পরিচিত আজিম মন্ডলকে স্থানীয় একটি গোরস্থানের ভেতরে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আহত হয় আরও অন্তত: ১০ জন।
তিনি আরও জানান, আবু বকর সিদ্দিকীকে উজানগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা সংঘর্ষ ও হত্যাকান্ডের সঙ্গে জড়িত তাদের আটক করতে অভিযান চলছে।

Share This News:

সর্বশেষ - লাইফ স্টাইল