
রফিকুল ইসলাম : রবিবার ( ২৯ সেপ্টেম্বর) কুষ্টিয়ার কুমারখালি উপজেলার পান্টি ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে কুমারখালি উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুর এ আলম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
কুমারখালি উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুর এ আলম জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সাবু বিন ইসলামকে মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট ২০১০ (২২) ধারায় ৫০০০ টাকা, মোঃ মতিয়ার রহমানকে পণ্যে পাটজাত দ্রব্য মোড়কের বাধ্যতামূলক আইন ২০১০-(১৪) ধারায় ১০ হাজার টাকা, মোঃ আরমান বিশ্বাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯(৪২) ধারায় তিন হাজার টাকা ও মোঃ মোজাম্মেল হককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯(৪২) ধারায় ১০ হাজার টাকা এবং পান্টি পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে মেডিকেল প্র্যাক্টিস এর মালিককে বেসরকারি ক্লিনিক ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২-১৩ (২) ধারায় দুই হাজার টাকা জরিমানা ধার্য্য ও আদায় করা হয়।
তিনি আরও জানান, জনস্বার্থে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।