crimepatrol24
৩০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:০৪ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চলের শিশু সুরক্ষা (CLPP) কমিটি গঠনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৭, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ণ

 

মোঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধিঃ
২৭ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার কারিতাস বাংলাদেশ, দিনাজপুর আঞ্চলিক কার্যালয়ে শিশু সুরক্ষা (CLPP) কমিটি গঠনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চল বর্তমানে Light. Program against Exploitative Child Labour in Dhaka, Chattogram, and Dinajpur Bangladesh এর আওতায় শিশু শ্রম নিরসনে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এই প্রকল্পের অংশ হিসেবে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উপজেলা ও জেলার সমন্বয়ে একটি শিশু সুরক্ষা Child Labour Prevention and Protection (CLPP) কমিটি গঠন করা হচ্ছে। উক্ত কমিটির মাধ্যমে সমাজের সক্রিয় ও দায়িত্বশীল নাগরিকদের সম্পৃক্ত করে শিশু শ্রম নিরসনের কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক রবি মার্ডী- এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ শাকেরিনা, দিনাজপুর কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক( ক্রাইম) মোঃ সেলিম, সদর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, কারিতাস দিনাজপুর অঞ্চলের জুনিয়র প্রোগ্রাম অফিসার কালিস্তূস মার্ডী, প্রোগ্রাম অফিসার উন্নয়ন সুবাস কুজুর প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন লাইট প্রজেক্টের মাঠ কর্মকর্তা বাবলু মুর্মু।
শিশু শ্রম প্রতিরোধ কমিটি গঠন এবং ৬ষ্ঠ মাসিক সভা শেষে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

কারিতাস একটি ল্যাটিন শব্দ যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে “Love ” এবং “Love” শব্দের বাংলা প্রতিশব্দ হলো সর্বজনীন ভালাবাসা বা দয়াপূর্ণ সেবাকাজ। বাংলাদেশ ক্যাপনিক বিশপ সম্মিলনী কর্তৃক প্রতিষ্ঠিত কারিতাস বাংলাদেশ হচ্ছে এক জাতীয় প্রতিষ্ঠান এবং এটি জনগণের জন্য সমন্বিত সমাজ কল্যাণ ও উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করে। এ সংস্থার নীতিমালা তৈরি করে সাধারণ পরিষদ নির্বাহী পরিষদের। তত্ত্বাবধানে নির্বাহী পরিচালকের নেতৃতে কারিতাস ম্যানেজমেন্ট সংস্থার সার্বিক কর্মকান্ড পরিচালনা করে।

১৯৬৭ সালে কারিতাস পাকিস্তানে পূর্বাঞ্চলীয় শাখা হিসেবে তদানীন্তন পূর্ব পাকিস্তানে কারিতাস কার্যক্রম শুরু করে। ১২ নভেম্বর ১৯৭০ সালে প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের পরপরই খ্রিস্টান ত্রাণ ও পুনর্বাসন সংস্থা (কোর) নামে পুন:গঠিত হয় এবং ১৩ জানুয়ারি, ১৯৭১ সালে জাতীয় রূপ লাভকরে। ১৯৭৬ সালে “কারিতাস বাংলাদেশ” নাম ধারণ করে কার্যক্রম পরিচালনা করে আসছে।
“কারিতাস বাংলাদেশ” নামকরণের পর থেকে সংগঠনের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে এরই ধারাবাহিকতায়। Child Labour Prevention and Protection (CLPP প্রকল্পের আওতায় এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

প্রকল্পের লক্ষ্য ঢাকা, চট্টগ্রাম এবং দিনাজপুরে শিশু শ্রম নির্মূল করা। প্রকল্পের উদ্দেশ্য ২০২৭ সালের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও দিনাজপুরের লক্ষ্যমাত্রাভুক্ত এলাকায় ১,০০০ শিশুকে প্রাতিষ্ঠানিক ও কারিগরি শিক্ষায় পুনঃঅন্তর্ভুক্তকরণের মাধ্যমে শিশু শ্রম ও তাদের ঝুঁকিপূর্ণ অবস্থা হ্রাস ও তাদের সুরক্ষা, পরিবারের জন্য বিকল্প আয়ের সুযোগ, প্রচারাভিযান এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিশুদের পুনর্বাসন নিশ্চিতকরণ।

এ প্রকল্পের ফলাফলসমূহ
১.লক্ষ্যবস্তুভুক্ত এলাকা/সম্প্রদায়ে ঝুঁকিপূর্ণ শ্রমে নিযুক্ত শিশুদের আনুষ্ঠানিক ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগ বৃদ্ধি। ২. বিকল্প জীবিকা সহায়তার মাধ্যমে শিশু শ্রমে যুক্ত পরিবারের আয় বৃদ্ধি।
৩: শিশুশ্রম হ্রাস এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য উপযুক্ত পরিবেশ প্রতিষ্ঠা করা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নাসিরনগরে খেলাফত মজলিসের প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মাদকসহ গ্রেফতার-২

ডোমারে বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের সংবর্ধনা

ডোমারে বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের সংবর্ধনা

ইরানে মৃত্যুবার্ষিকীতে সোলাইমানির কবরের কাছে জোড়া বি’স্ফোরণ, নিহত ৭৩

হোমনায় পৌরসভা নির্বাচন উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রচারণা ও কর্মীসভা

শ্রীবরদীতে ধ’র্ষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচার, ধ’র্ষক গ্রেফতার

ফাইনালে এগিয়ে আর্জেন্টিনা

নেত্রকোনায় বিদ্যালয়ের বারান্দায় মানসিক ভারসাম্যহীন তরুণীর সন্তান প্রসব।

বাংলাদেশ কংগ্রেসের নেতৃত্বে জাতীয় জোটের আত্মপ্রকাশ  

ভৈরবে মাসব্যাপী গ্রামপুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু