
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক : তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি বলেছেন, এই করোনা মহামারিতে দেশের মূল ধারার গণমাধ্যম যে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে তা অবিস্মরণীয়। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, করোনায় বিশ্বের বেশির ভাগ দেশের চেয়েই বাংলাদেশে মৃত্যুর হার অনেক কম।
বৃহস্পতিবার বিকালে করোনাকালিন পরিস্থিতিতে সিলেট বিভাগের চার জেলার ১০৩ জন সাংবাদিকের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে নগরীর সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ স¤পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া জেসমিন মিলি।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল বলেন, সাংবাদিকতা নামক মহান পেশার লোকজনের দৈন্যদশার কথা উপলব্ধি করে ২০১৩ সালে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়। এরও আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদানের জন্য গড়ে তুলেছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট। সেই প্রেস ইনস্টিটিউটের মাধ্যমেই পরিচালিত হচ্ছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কল্যাণে বর্তমানে ৪৫ কোটি টাকা স্থিতি রয়েছে। মোল্লা জালাল সাংবাদিকদের ইউনিয়ন করার ব্যাপারে তাগিদ দেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ বলেন, বিশ্বের কোন দেশ এখনো গণমাধ্যম কর্মীদের কোন সহায়তায় এগিয়ে আসেনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের পাশে দাঁড়িয়ে আজ তা প্রমাণ করেছেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এর আগে দুপুরে নগরীর মিরেরময়দানস্থ বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্র পরিদর্শন করেন। তথ্যমন্ত্রী বেতার কেন্দ্রে পোঁছালে সকল কর্মকর্তারা তাকে স্বাগত জানান। বৃহস্পতিবার দুপুরে বিমানযোগে সিলেটে আসেন তথ্যমন্ত্রী। বেতার পরিদর্শন পর মন্ত্রী সিলেট সার্কিট হাউজে মধ্যাহ্ন বিরতি শেষে বেলা আড়াইটায় হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।