
জামালপুর প্রতিনিধি : আন্তর্জাতিক সেবা মূলক সংগঠন এপেক্স বাংলাদেশের ডিস্ট্রিক্ট -১ এর ২৫তম ক্লাব এপেক্স ক্লাব অব জামালপুর কম ভাগ্যবান ব্যক্তিদের মাঝে নগদ অর্থ সহায়তা ও ইফতার বিতরণ করেছে। ২৪মে ২০২০ রবিবার, বিকাল ৪: ৩০ মিনিটে ক্লাবের পক্ষে ক্লাব প্রেসিডেন্ট আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম এ সহায়তা কার্যক্রম পরিচালনা করেন। জামালপুর শহরের নয়াপাড়া পাঁচ রাস্তা মোড়ে কম ভাগ্যবান ব্যক্তিদের পাশাপাশি রিক্সা ও অটোচালকদের মাঝেও ইফতার বিতরণ করা হয়। তারা এ সহযোগিতা পেয়ে ক্লাব সদস্যদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।