আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ডিজিএম চালকলে অতিরিক্ত চাল মজুদের দায়ে মিল মালিককে এক লাখ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৩০ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলার সাইলো সড়কের পাশে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সীমা শারমিন ও সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক যৌথভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই চালকল মালিক মোতালেব হোসেনকে এই জরিমানা করেন। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুন্ডু ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আদমদীঘির সাইলো সড়কের পাশে ডিজিএম নামক একটি চালকলে অতিরিক্ত চাল মজুদ রেখেছেন। এমন গোপন সংবাদের ভিক্তিতে ভ্রাম্যমাণ আদালত টিম ওই চালকলে অভিযান চালিয়ে তার গুদামে অবৈধ ভাবে চুক্তির অতিরিক্ত চাল মজুদ রাখার দায়ে অত্যাবশকীয় পণ্য আইন ১৯৫৬ এ ধারা ৩ (২) (গ) ধারা অমান্য করার দায়ে চালকল মালিক মোতালেব হোসেনকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন। পরে আদালতে জরিমানার টাকা পরিশোধ করায় চালকল মালিক মোতালেব হোসেনকে খালাস দেওয়া হয়।