রংপুর সংবাদদাতা:
দিন যতই যাচ্ছে উত্তরাঞ্চলের শীতের প্রবাহ বেড়েই চলছে। শীতের তীব্রতায় বিপাকে পড়েছে অসহায়, মানসিক ও শারীরিক ভারসাম্যহীন মানুষগুলো।
রেলওয়ে স্টেশনসহ নগরীর বিভিন্ন স্থানের ফুটপাতে মানবেতর জীবন যাপনের মাধ্যমে রাত্রীযাপন করছে তারা।
কমিউনিটি স্কাউটিং ও সমাজ সেবামূলক কাজের অংশ হিসেবে সেবা’র মূলমন্ত্র কে ধারণ করে ওব্যাট হেল্পার্সের সহযোগিতায় উষ্ণ ভালোবাসা নিয়ে অসহায়,মানসিক ও শারীরিক ভারসাম্যহীন মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা ও জেলা রোভারের আওতাধীন রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ (মুক্তমহাদল)।
শুক্রবার দিবাগত মধ্য রাত থেকে ভোর পর্যন্ত রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ (মুক্তমহাদল) এর রোভার স্কাউট ও স্কাউট সদস্যরা রংপুর রেলওয়ে স্টেশনসহ রংপুর মহানগরীর বিভিন্ন ফুটপাতে মানবেতর রাত্রী যাপনকারী অসহায় শারীরিক ও মানসিকভাবে ভারসাম্যহীন মানুষের দোরগোড়ায় (ডোর টু ডোর) উষ্ণ ভালোবাসার উপহার স্বরূপ কম্বল পৌঁছে দেয়।
রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মোঃ রেজওয়ান হোসেন সুমন, ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক ও স্কাউট টীম বাংলাদেশ এর কো-অর্ডিনেটর মাহামুদ ইসলাম আকাশ এর নেতৃত্বে ও দিক নির্দেশনায় এতে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ (মুক্তমহাদল), ওব্যাট স্কাউট মুক্তমহাদল ও রংপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার ও স্কাউট সদস্যবৃন্দসহ ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক রংপুর এর স্বেচ্ছাসেবীবৃন্দ।
সেবা’র মূলমন্ত্র কে ধারণ করে দেশের যে কোনো প্রয়োজনে রোভার ও স্কাউট সদস্যরা প্রত্যক্ষভাবে নিয়োজিত হয়ে সেবা দিয়ে যাচ্ছে।
সেবার তরে আমরা রোভার এই স্লোগানকে সামনে রেখে সেবামূলক কাজের অংশ হিসেবে রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ (মুক্তমহাদল) উষ্ণ ভালোবাসার উপহার স্বরূপ ডোর টু ডোর শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
তারা বলেন,আমরা গভীর রাত্রে নগরীর বিভিন্ন স্থান ঘুরে ঘুরে প্রকৃত অসহায় শীতার্তদের উষ্ণ ভালোবাসার উপহার স্বরূপ কম্বল পৌছে দিচ্ছি। ওব্যাট হেল্পার্সের সহযোগিতায় এবং রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপের উদ্যোগে আমরা প্রায় দুই শতাধিক প্রকৃত অসহায় শীতার্তদের মাঝে উষ্ণ ভালোবাসার উপহার স্বরূপ কম্বল পৌঁছে দিতে পেরেছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় তারা অসহায় শীতার্তদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য সমাজের
বিত্তবানদের প্রতি আহ্বান জানান।