মোসারফ হোসেন, হোমনা প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মহরহুম এমকে আনোয়ারের বড় ছেলে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাহমুদ আনোয়ার কাইজার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. ছানাউল্লাহ সরকার, মো. শাহ আলম, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, বিআরডিবি চেয়ারম্যান মো. মেজবাহ উদ্দিন সরকার, বিদ্যালয় পরিচালনা পর্ষদদের সদস্য মো. কামাল উদ্দিন, ছাত্রদল সভাপতি মো. অহিদ মোল্লা প্রমুখ। পরে বিদ্যালয়ের ছাত্রীদের পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।