
মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা :
কুমিল্লার হোমনায় ২ কোটি ৮৩ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনের এমপি সেলিমা আহমাদ । আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাজী সিরাজ-উদ-দৌলা ফারুকী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি ।
বিদ্যালয়ের সভাপতি হাজী রুস্তম আলম স্বপন এর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মো.মহিউদ্দিন খন্দকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক গাজী ইলিয়াস, সদস্য মাহবুবুর রহমান খন্দকার , ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন পাঠান, প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন প্রমুখ।