ক্রাইম পেট্রোল ডেস্ক : বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাকুরাকান্দি গ্রামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী (১০) ধর্ষণের শিকার হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই শিক্ষার্থীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় ওই শিশু শিক্ষার্থী প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে যায়।এ সময় একই গ্রামের আরজত আলীর বখাটে পুত্র জাহাঙ্গীর মিয়া (১৭) তাকে ফুসলিয়ে নিকটবর্তী নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটি বাড়িতে ফিরে আসলে তার প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হতে থাকে। এ ব্যাপারে তার মা জিজ্ঞাসা করলে জাহাঙ্গীর মিয়া তাকে ধর্ষণ করেছে বলে সে জানায়। পরে গভীর রাতে আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার উন্নতি না হওয়ায় রাতেই তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ মোবারক জানান, দোষী ব্যক্তিকে গ্রেফতার করার জন্য পুলিশের একাধিক টিম তৎপর রয়েছে।