অনলাইন ডেস্ক : রাজশাহীর বাঘায় এসিল্যান্ডকে মারধরের সেই মূল হোতা নওশাদ আলীকে গ্রেফতার করা করেছে পুলিশ।গ্রেফতার নওশাদ আলী উপজেলার হরিরামপুর গ্রামের মোজাহার হোসেনের ছেলে।
সোমবার ঢাকা উত্তরা থানা পুলিশের সহযোগিতায় তাকে উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি উপজেলার আলাইপুর-হরিরামপুর পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় কাগজপত্র দেখতে যান বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিএম ইমরুল কায়েস।এ সময় নওশাদ আলী ও তার লোকজন এসিল্যান্ডকে বেধম মারধর করে। এ সময় ওই কর্মকর্তাকে রক্ষার জন্য তার দুই কর্মচারী এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয়। এ ঘটনায় ভূমি অফিসের এক কর্মচারী বাদী হয়ে নওশাদ আলীকে প্রধান আসামি করে বাঘা থানায় মামলা দায়ের করেন।
ইতোমধ্যে এ ঘটনায় জড়িত ১০ জনকে আটকও করেছে পুলিশ। কিন্তু নওশাদ আলী তারপর থেকে আত্মগোপনে ছিলেন। অবশেষে সোমবার ঢাকা উত্তরা থানার পুলিশের সহযোগিতায় বাঘা থানার পুলিশ উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
বাঘা থানার ওসি মহসীন আলী বিষয়টি নিশ্চিত করেছেন ।