crimepatrol24
২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৩৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা- ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২০, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ

 

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা- ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের (রেজি নং-দিনাজঃ ৫১) সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৪) বিকেল ৪টায় রাজবাটী ঈদগাহ মাঠে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শহর শাখার সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. মাইনুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ সিরাজস সালেহীন, বিশিষ্ট সমাজসেবক মোঃ আনিসুর রহমান, মোঃ এশার আলী।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর মহর জামায়াতের সমাজ কল্যাণ সেক্রেটারি সোর্রা মোঃ তোয়া আলী, সাবেক ছাত্র নেতা মোঃ সোহেল রানা, শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শহর শাখার সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ আব্দুল আজিজ, শ্রমিক নেতা মোঃ মাজেদুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শহর শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইসহাক আলী, সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের পৌরসভার ৬ নং ওয়ার্ডের সভাপতি শ্রী ব্রজেন সরকার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক নেতা মোঃ মাইনুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার আদায় করতে হলে, সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ইনসাফ প্রতিষ্ঠা হলে, সমাজের সব বৈষম্য দূর হবে। বৈষম্য দূর করতে হলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। তবেই সকল প্রকার বৈষম্য দূর হবে ও শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত