মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা- ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের (রেজি নং-দিনাজঃ ৫১) সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৪) বিকেল ৪টায় রাজবাটী ঈদগাহ মাঠে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শহর শাখার সভাপতি মোঃ রাশেদুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. মাইনুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা অটোরিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ সিরাজস সালেহীন, বিশিষ্ট সমাজসেবক মোঃ আনিসুর রহমান, মোঃ এশার আলী।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর মহর জামায়াতের সমাজ কল্যাণ সেক্রেটারি সোর্রা মোঃ তোয়া আলী, সাবেক ছাত্র নেতা মোঃ সোহেল রানা, শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শহর শাখার সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ আব্দুল আজিজ, শ্রমিক নেতা মোঃ মাজেদুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর শহর শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইসহাক আলী, সদর উপজেলা অটোরিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের পৌরসভার ৬ নং ওয়ার্ডের সভাপতি শ্রী ব্রজেন সরকার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রমিক নেতা মোঃ মাইনুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার আদায় করতে হলে, সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ইনসাফ প্রতিষ্ঠা হলে, সমাজের সব বৈষম্য দূর হবে। বৈষম্য দূর করতে হলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে হবে। তবেই সকল প্রকার বৈষম্য দূর হবে ও শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।