আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বে-সরকারী টিভি চ্যানেল দীপ্ত টিভিতে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাচান।
রবিবার (১ডিসেম্বর) সকাল ১১টায় জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ২৮ নভেম্বর দীপ্ত টিভির দুপুর ১২টার সংবাদে জোড়াবাড়ী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শিরোনামে যে মিথ্যা সংবাদটি পরিবেশন করা হয় তা আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটির সম্পূর্ণ বক্তব্য মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক প্রতিহিংসাপরায়ন হয়ে করা হয়েছে। তিনি লিখিত বক্তব্যে আরো বলেন, দীপ্ত টিভির নীলফামারী জেলা প্রতিনিধি ইয়াছিন মোহাম্মদ সিথুন বিএনপি’র অঙ্গ সংগঠন ছাত্রদলের সক্রীয় কর্মী। সে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র পোড়ানোর নাশকতা মামলার অন্যতম আসামি এবং বর্তমানে পৌর বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছে। এ ছাড়াও তার বাবা মোজাফ্ফর আলী বর্তমানে ডোমার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও উক্ত নাশকতা মামলার সেও একজন আসামি। আমি বর্তমানে ডোমার উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও বিগত ইউপি নির্বাচনে জোড়াবাড়ী ইউনিয়নে আ’লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। এ কারণেই আমার ওপর রাজনৈতিক কালিমা লেপনের হীন উদ্দেশ্যে এ ধরনের মনগড়া, বানোয়াট ও মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। ইউপি সদস্য জাহিরুল ইসলাম ও প্রতিবেদক আমার কাছে বিভিন্ন সময় অনৈতিক দাবি- দাওয়া পেশ করে। আমি তাদের অনৈতিক দাবি পূরণ না করায় তারা ক্ষিপ্ত হয়ে মিথা সংবাদ পরিবেশন করে। অথচ ওই ইউপি সদস্যের বিরুদ্ধে মৃত ব্যক্তির নামে বয়স্ক ভাতার টাকা আত্মসাত, ৪০দিনের কর্মসূচিতে নিজের প্রতিবন্ধী বোনের নামে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ছাড়াও তিনি স্থানীয় আবুল হোসেন নামক এক ব্যক্তির সহায়তায় রাস্তার সরকারি গাছ কেটে আত্মসাতের চেষ্টাকালে আমি তা আটক করে পরিষদে জমা রাখি। এ সকল কারণে তারা আমার ওপর ক্ষিপ্ত হয়ে দীপ্ত টিভির প্রতিনিধির সাথে জোগসাজসে মিথ্যা সংবাদটি পরিবেশন করে। এ সময় ইউনিয়ন পরিষদের ১১জন ইউপি সদস্য উপস্থিত ছিলেন।