আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং বাল্য বিবাহের কারণ ও প্রতিকার বিষয়ক কিশোর-কিশোরী ও নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (১৬মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ডোমার উপজেলা প্রশাসন আয়োজিত, ইউনিসেফ ও আরডিআরএস বাংলাদেশের সহযোগিতায় উপজেলা নিবার্হী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক স্থানীয় সরকার নীলফামারী মোঃ আব্দুল মোতালেব সরকার। বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, ইউনিসেফের রংপুর ও রাজশাহী জোনের চাইল্ড প্রটেকশন অফিসার জেসমিন হোসাইন, রংপুর ও রাজশাহী জোনের সিফোরডি অফিসার মঞ্জুর আহমেদ উপস্থিত ছিলেন। এ ছাড়াও ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, মিরজাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম আব্দুল কাদের, বোড়াগাড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাংবাদিক আনিছুর রহমান মানিক প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলনে উপজেলার ১০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ঝরে পড়া শিশুসহ বিভিন্ন ইউনিয়নের কিশোর- কিশোরী ক্লাবের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, আরডিআরএস এর প্রকল্প সম্বনয়কারী সিদ্দিকুর রহমান। উপজেলা নিবার্হী কর্মকর্তা উম্মে ফাতিমার ৭জন ঝরেপড়া শিশুর শিক্ষার সু-ব্যবস্থা গ্রহণসহ বাল্য বিবাহ বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন।