জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান সম্প্রতি পিপিএম পদক অর্জন করেছেন। পিপিএম পদক পাওয়ায় ঝিনাইদহর সিও সংস্থার পক্ষ থেকে পুলিশ সুপারকে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সিও পরিবারের সদস্যরা এ সম্মননা প্রদান করেন। এসময় সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলম, সহকারি পরিচালক তোফাজ্জেল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মাফিদুন্নেছা শীলা, প্রকল্প পরিচালক (ঋণ) ওহিদুর রহমান, উপ-পরিচালক (ট্রেনিং এন্ড রিচার্স) সরোজ কুমার দাস, প্রধান হিসাব রক্ষক বদরুল আমিনসহ সিও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।