মো: আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
সম্প্রতি ম্যাটস, ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হটকারী সিদ্ধান্তের বিরুদ্ধে এবং ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১ টায় জেলা শহরের আখড়াবাজার ব্রিজ সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ক্লাস, পরীক্ষা এবং ওয়ার্ড বর্জন করে বিক্ষোভ মিছিল করেন শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসক এবং সিভিল সার্জনের নিকট স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।
এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ নামের আগে ডাক্তার শব্দটি লিখতে পারবে না, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করা, স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট নিরসন করা , সকল প্রকার মেডিকেল অ্যাসিটেন্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠান বন্ধ করা, জাতীয় চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন ও নিশ্চিত করা। শিক্ষার্থীরা তাদের এ ৫দফা দাবি সুষ্পষ্ট করে ব্যাখ্যা করেন। দাবি আদায় না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
সমাবেশে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন মুবাশ্বিরুল ইসলাম, মুশফিকুর রহমান আফ্রিদি, রাজিন আহমেদ এবং তাসনিম উল জান্নাত অবনি প্রমুখ।