crimepatrol24
২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:৩১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

হোমনায় অবৈধ গ্যাস লাইন সংযোগের কারণে গ্যাস সংকট তীব্র, গ্যাসের সরবরাহ না থাকলেও বছরের পর বছর পরিশোধ করতে হচ্ছে বিল!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ৩, ২০২১ ২:৫২ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা>>
কুমিল্লার হোমনায় অবৈধ গ্যাস লাইন সংযোগের কারণে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। গ্যাসের সরবরাহ না থাকলেও বছরের পর বছর পরিশোধ করতে হচ্ছে বিল। এমন অভিযোগ উঠেছে বাখরাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লি. এর বিরুদ্ধে।
জানা গেছে, হোমনায় গত কয়েকবছর ধরে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। সকাল সাড়ে ৬ টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্যাসের সরবরাহ থাকে না। দুপুর ১ টার পর দেখা মেলে গ্যাসের। আবার বৃষ্টি-বাদলার দিনে গ্যাসের সরবরাহ একেবারেই থাকে না।ফলে রান্না-বান্নার কাজে ব্যাঘাত ঘটছে। অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রাহকরা। গ্যাসের সরবরাহ না থাকলেও বছরের পর বছর গ্রাহকদের নিয়মিত পরিশোধ করতে হচ্ছে গ্যাস বিল। এ যেন গ্যাসের নামে গ্রাহকদের সঙ্গে করা হচ্ছে প্রতারণা।
হোমনা পৌর এলাকার শ্রীমদ্দি গ্রামের একাধিক গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘুষের বিনিময়ে অবৈধভাবে প্রয়োজনের অতিরিক্ত গ্যাস লাইন সংযোগের কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। কারণ প্রথম দিকে যখন গ্যাস সংযোগ দেওয়া হয়েছিল তখন গ্যাসের কোনো সংকট ছিল না।
হোমনা পৌর সদরের বাসিন্দা সাংবাদিক মো. মুরশিদ আলম, হোমনা পৌরসভাধীন শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা মো. হারুন-অর-রশিদ, মো. সাইফুল ইসরাম ও মো. রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, সকাল সাড়ে ৬ টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্যাসের সরবরাহ থাকে না। দুপুর ১ টার পর দেখা মেলে গ্যাসের। আবার বৃষ্টি-বাদলার দিনে গ্যাসের সরবরাহ একেবারেই থাকে না।ফলে রান্না-বান্নার কাজে ব্যাঘাত ঘটছে। অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রাহকরা। গ্যাসের সরবরাহ না থাকলেও বছরের পর বছর গ্রাহকদের নিয়মিত পরিশোধ করতে হচ্ছে গ্যাস বিল। এ যেন গ্যাসের নামে গ্রাহকদের সঙ্গে করা হচ্ছে প্রতারণা।একদিকে গ্যাস ব্যবহার না করেও আমাদেরকে বিল পরিশোধ করতে হচ্ছে। অপরদিকে রান্না-বান্নার কাজে এলপি গ্যাস বা লাকড়ি ব্যবহার করতে হচ্ছে। এভাবে আমাদের দ্বিগুণ অর্থ ব্যয় করতে হচ্ছে। প্রয়োজনীয় গ্যাসের সরবরাহ করতে না পারলে গ্যাস কর্তৃপক্ষ আমাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিক। আমরা এধরনের গ্যাস সংযোগ রাখতে চাই না।
অভিযোগের বিষয়ে জানতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লি. গৌরীপুর শাখার ব্যবস্থাপকের ব্যবহৃত মুঠোফোন- ০১৭৭০৭৯১৪৩১ নম্বর থেকে ফোন করে জানান, সার্ভিস রুলস অনুসারে আমি কোন স্পীচ দিতে পারি না। আপনি জিএম স্যারের সাথে কথা বলেন। আর আপনি আমার একজন গ্রাহক হয়ে থাকলে লিখিত অভিযোগ দিন, আমি আপনার সমস্যার সমাধান করার ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লি. এর মহাব্যবস্থাপক বিপণন বলেন, হোমনা পৌর এলাকায় গ্যাস সংকটের বিষয়টি আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ উঠেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রবিউশন কোম্পানীর কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী ঘুষের বিনিময়ে অবৈধ গ্যাস লাইন সংযোগ দেওয়ার কারণেই গ্যাস সংকট দেখা দিয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অভিযোগটি সঠিক নয়,আমরা কোনো প্রকার অবৈধ সংযোগ দেই নি। আর যদি এমন সংযোগ থাকে সেগুলো গ্রাহকরাই করে নিয়েছে। এ ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অভিযান চালিয়ে সেগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Share This News:

সর্বশেষ - লাইফ স্টাইল

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ইসলামপুরে ৯ মাদক মামলার আসামি আব্দুল মান্নান গ্রেপ্তার

ডোমারে ছায়া ইউনিয়ন পরিষদ’র অধিবেশন অনুষ্ঠিত

ভৈরবের কালিকাপ্রসাদ রেলওয়ে স্টেশনে গাড়িও থামেনা, যাত্রীও আসে না!

ভৈরবের কালিকাপ্রসাদ রেলওয়ে স্টেশনে গাড়িও থামেনা, যাত্রীও আসে না!

মানব সভ্যতার ইতিহাসে নবী করীম (সা.) এর আবির্ভাব এক অসাধারণ ও অবিস্মরণীয় ঘটনা -ধর্ম প্রতিমন্ত্রী

মানব সভ্যতার ইতিহাসে নবী করীম (সা.) এর আবির্ভাব এক অসাধারণ ও অবিস্মরণীয় ঘটনা -ধর্ম প্রতিমন্ত্রী

ব্যতিক্রমী মুজিব শতবর্ষের উদ্বোধন করল পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার

নাসিরনগরে কিশোর-কিশোরী ক্লাবে সাংস্কৃতিক উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতির ছেলে শ্রাবনের ট্যালেন্টপুলে বৃত্তিলাভ

নাসিরনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নাসিরনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

চকরিয়া কোরক বিদ্যাপীঠ ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

হোমনায় কৃষি উপকরণ বিতরণ