crimepatrol24
২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:২৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

হোমনা-তিতাস নিয়ে কুমিল্লা-২ আসন পুনর্বিন্যাস হওয়া কেন যৌক্তিক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ

মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে সংসদীয় কিছু আসন পুনর্বিন্যাসের চিন্তা-ভাবনা করছে নির্বাচন কমিশন। সেকারণে কুমিল্লা-২ আসনও পুনর্বিন্যাস হওয়া যৌক্তিক বলে মনে করছেন রাজনীতিবিদ, সচেতন মহল এবং সাধারণ জনগণ।

২০২২ সালের জনশুমারির তথ্য অনুযায়ী দাউদকান্দি-মেঘনার জনসংখ্যা- ৪০৬৩৯৪+ ১১৮৮০১=৫২৫১৯৫, হোমনা-তিতাসের মোট জনসংখ্যা- ২২৭৫২৯+২০৩৯৪০= ৪৩১৪৬৯, দাউদকান্দি-তিতাসের মোট জনসংখ্যা- ৪০৬৩৯৪+২০৩৯৪০= ৬১০৩৩৪ এবং হোমনা-মেঘনার  জনসংখ্যা-২২৭৫২৯+১১৮৮০১= ৩৪৬৩৩০ জন। মেঘনা- তিতাসের মোট জনসংখ্যা- ১১৮৮০১+২০৩৯৪০= ৩২২৭৪১ জন।

হোমনা- তিতাসের মোট আয়তন –  ২৩৯.৯৮ বর্গ কি. মি. এবং মোট ভোটার সংখ্যা- ৩৪০৪৯৯,  দাউদকান্দি -মেঘনার মোট আয়তন- ৩০৮.৬৮ বর্গ কি.মি. এবং মোট ভোটার সংখ্যা- ৪০৫৬৭৯, দাউদকান্দি -তিতাসের মোট আয়তন- ৩১৭.৪ বর্গ কি.মি. এবং মোট ভোটার সংখ্যা-৪৬৩৫১৬, হোমনা-মেঘনার মোট আয়তন- ২৩১.২৬ বর্গ কি.মি. এবং মোট ভোটার সংখ্যা-২৮২৬৬২ এবং  তিতাস- মেঘনার মোট আয়তন- ২০৫.৬৬ বর্গ কি.মি. এবং মোট ভোটার সংখ্যা- ২৬৮০৮৭জন।

জনসংখ্যার বিবেচনায় হোমনা-তিতাস নিয়ে কুমিল্লা-২ আসন হলে এই আসনে মোট জনসংখ্যা দাঁড়ায়-৪৩১৪৬৯, দাউদকান্দি-তিতাস আসন হলে জনসংখ্যা দাঁড়ায়-৬১০৩৩৪, দাউদকান্দি-মেঘনা আসন হলে জনসংখ্যা  দাঁড়ায় –৫২৫১৯৫ এবং তিতাস-মেঘনা আসন হলে জনসংখ্যা দাঁড়ায় –৩২২৭৪১ জন।

ভোটার সংখ্যার বিবেচনায় হোমনা -তিতাস নিয়ে কুমিল্লা-২ আসন হলে এই আসনে ভোটার সংখ্যা দাঁড়ায় ৩৪০৪৯৯,
দাউদকান্দি-মেঘনা নিয়ে আসন হলে মোট  ভোটার সংখ্যা দাঁড়ায়- ৪০৫৬৭৯, হোমনা- মেঘনা নিয়ে এই আসনটি গঠিত হলে ভোটার সংখ্যা দাঁড়ায় ২৮২৬৬২, দাউদকান্দি- তিতাস নিয়ে আসন হলে মোট ভোটার সংখ্যা দাঁড়ায়- ৪৬৩৫১৬ এবং তিতাস-মেঘনা নিয়ে আসন হলে মোট ভোটার সংখ্যা দাঁড়ায়- ২৬৮০৮৭ জন। ভোটার সংখ্যায় ভারসাম্য বজায় রাখতে হলে হোমনা-তিতাস নিয়েই কুমিল্লা-১ আসনটির পুনর্বিন্যাস হওয়া অধিক যুক্তিযুক্ত।

হোমনা-মেঘনায় মোট ইউনিয়ন-৯+৮=১৭ টি এবং পৌরসভা ১টি, হোমনা-তিতাসে মোট ইউনিয়ন-৯+৯=১৮ এবং পৌরসভা ১টি, দাউদকান্দি -তিতাসে মোট ইউনিয়ন -১৫+৯=২৪টি এবং পৌরসভা ১টি, দাউদকান্দি -মেঘনায় মোট ইউনিয়ন -১৫+৮=২৩ টি এবং পৌরসভা ১টি। হোমনা-তিতাসের দূরত্ব-১১.৬ কি.মি, হোমনা-মেঘনার দূরত্ব-১৭.২ কি.মি, তিতাস-মেঘনার দূরত্ব-২১.৮ কি.মি, তিতাস-দাউদকান্দির দূরত্ব-১৭ কি.মি. এবং মেঘনা-দাউদকান্দির দূরত্ব-২৭.৮ কি.মি.।

জনসংখ্যা, ভোটার সংখ্যা এবং ভৌগোলিক দিক বিবেচনা করলে হোমনা- তিতাস খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। তাছাড়া জনসংখ্যা ও ভোটার  সংখ্যায়ও সমতা আসে। এরপর কাছাকাছি অবস্থানে রয়েছে তিতাস-দাউদকান্দি।কিন্তু এক্ষেত্রে জনসংখ্যা ও ভোটার সংখ্যা অনেক বেড়ে যাবে। তারপর কাছাকাছি অবস্থানে রয়েছে হোমনা-মেঘনা। এক্ষেত্রে জনসংখ্যা ও ভোটার সংখ্যা অনেক কমে যাবে। সবশেষ অবস্থানে রয়েছে মেঘনা-দাউদকান্দি। এক্ষেত্রে জনসংখ্যা ও ভোটার সংখ্যায় ভারসাম্য বজায় থাকে। সবকিছু বিবেচনা করলে দেখা যায়, হোমনা-তিতাস নিয়ে কুমিল্লা-২ এবং দাউদকান্দি- মেঘনা নিয়ে কুমিল্লা-১ আসন পুনর্বিন্যাস হওয়া যৌক্তিক।

আয়তন,জনসংখ্যা, ভোটার সংখ্যা, যোগাযোগ ব্যবস্থা এবং পূর্বের হোমনা-তিতাস উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-২ আসনের ইতিহাস বিবেচনা করলে হোমনা-তিতাসই কুমিল্লা-০২ আসনের অন্তর্ভুক্ত হওয়া অধিক যুক্তিযুক্ত বলে দাবি করছেন রাজনীতিবিদ, সুশীল সমাজ, বিশিষ্টজন ও এলাকাবাসী।

দলীয় সূত্রে জানা গেছে, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে কুমিল্লা-২ আসন ছিল হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০২৩ সালের ১জুন তৎকালীন  নির্বাচন কমিশন কর্তৃক নতুন করে কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনের সীমানা পুনর্বিন্যাস করা হয়। এতে হোমনা ও মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা-২ আসনের সীমানা নির্ধারণ করা হয়।
অপরদিকে দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে পূর্বের কুমিল্লা-১ আসন থেকে মেঘনা উপজেলাকে কেটে হোমনার সঙ্গে জুড়ে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনটি পুনর্বিন্যাস করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুর ৩ আসনে উপনির্বাচনের তারিখ বাতিলের দাবি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের

মধুপুরে পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু

দেশে করোনায় আরও ৭৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৩১

বেসরকারি টেলিভিশন এনটিভি’র কুষ্টিয়াস্থ ক্যামেরা পারসন সারফু’র মহানুভবতা

পটুয়াখালীর মির্জাগঞ্জে গলায় ফাঁস দিয়ে সাবেক সেনা সদস্যের আত্মহত্যা

কৃষি উৎপাদন বাড়াতে গবেষণায় গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

ময়মনসিংহের হালুয়াঘাটে লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন

ময়মনসিংহের হালুয়াঘাটে লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন

মহেশপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নৌকার দুই সমর্থককে ‘কুপিয়ে’ ‘জখম’

সুরক্ষিত সীমান্ত ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে ৫৬ বিজিবি’র কর্মশালা

ধর্ষকের ফাঁসির দাবিতে নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগের মানববন্ধন