মো. ইব্রাহিম খলিল, হোমনা, কুমিল্লা।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে সংসদীয় কিছু আসন পুনর্বিন্যাসের চিন্তা-ভাবনা করছে নির্বাচন কমিশন। সেকারণে কুমিল্লা-২ আসনও পুনর্বিন্যাস হওয়া যৌক্তিক বলে মনে করছেন রাজনীতিবিদ, সচেতন মহল এবং সাধারণ জনগণ।
২০২২ সালের জনশুমারির তথ্য অনুযায়ী দাউদকান্দি-মেঘনার জনসংখ্যা- ৪০৬৩৯৪+ ১১৮৮০১=৫২৫১৯৫, হোমনা-তিতাসের মোট জনসংখ্যা- ২২৭৫২৯+২০৩৯৪০= ৪৩১৪৬৯, দাউদকান্দি-তিতাসের মোট জনসংখ্যা- ৪০৬৩৯৪+২০৩৯৪০= ৬১০৩৩৪ এবং হোমনা-মেঘনার জনসংখ্যা-২২৭৫২৯+১১৮৮০১= ৩৪৬৩৩০ জন। মেঘনা- তিতাসের মোট জনসংখ্যা- ১১৮৮০১+২০৩৯৪০= ৩২২৭৪১ জন।
হোমনা- তিতাসের মোট আয়তন - ২৩৯.৯৮ বর্গ কি. মি. এবং মোট ভোটার সংখ্যা- ৩৪০৪৯৯, দাউদকান্দি -মেঘনার মোট আয়তন- ৩০৮.৬৮ বর্গ কি.মি. এবং মোট ভোটার সংখ্যা- ৪০৫৬৭৯, দাউদকান্দি -তিতাসের মোট আয়তন- ৩১৭.৪ বর্গ কি.মি. এবং মোট ভোটার সংখ্যা-৪৬৩৫১৬, হোমনা-মেঘনার মোট আয়তন- ২৩১.২৬ বর্গ কি.মি. এবং মোট ভোটার সংখ্যা-২৮২৬৬২ এবং তিতাস- মেঘনার মোট আয়তন- ২০৫.৬৬ বর্গ কি.মি. এবং মোট ভোটার সংখ্যা- ২৬৮০৮৭জন।
জনসংখ্যার বিবেচনায় হোমনা-তিতাস নিয়ে কুমিল্লা-২ আসন হলে এই আসনে মোট জনসংখ্যা দাঁড়ায়-৪৩১৪৬৯, দাউদকান্দি-তিতাস আসন হলে জনসংখ্যা দাঁড়ায়-৬১০৩৩৪, দাউদকান্দি-মেঘনা আসন হলে জনসংখ্যা দাঁড়ায় -৫২৫১৯৫ এবং তিতাস-মেঘনা আসন হলে জনসংখ্যা দাঁড়ায় -৩২২৭৪১ জন।
ভোটার সংখ্যার বিবেচনায় হোমনা -তিতাস নিয়ে কুমিল্লা-২ আসন হলে এই আসনে ভোটার সংখ্যা দাঁড়ায় ৩৪০৪৯৯,
দাউদকান্দি-মেঘনা নিয়ে আসন হলে মোট ভোটার সংখ্যা দাঁড়ায়- ৪০৫৬৭৯, হোমনা- মেঘনা নিয়ে এই আসনটি গঠিত হলে ভোটার সংখ্যা দাঁড়ায় ২৮২৬৬২, দাউদকান্দি- তিতাস নিয়ে আসন হলে মোট ভোটার সংখ্যা দাঁড়ায়- ৪৬৩৫১৬ এবং তিতাস-মেঘনা নিয়ে আসন হলে মোট ভোটার সংখ্যা দাঁড়ায়- ২৬৮০৮৭ জন। ভোটার সংখ্যায় ভারসাম্য বজায় রাখতে হলে হোমনা-তিতাস নিয়েই কুমিল্লা-১ আসনটির পুনর্বিন্যাস হওয়া অধিক যুক্তিযুক্ত।
হোমনা-মেঘনায় মোট ইউনিয়ন-৯+৮=১৭ টি এবং পৌরসভা ১টি, হোমনা-তিতাসে মোট ইউনিয়ন-৯+৯=১৮ এবং পৌরসভা ১টি, দাউদকান্দি -তিতাসে মোট ইউনিয়ন -১৫+৯=২৪টি এবং পৌরসভা ১টি, দাউদকান্দি -মেঘনায় মোট ইউনিয়ন -১৫+৮=২৩ টি এবং পৌরসভা ১টি। হোমনা-তিতাসের দূরত্ব-১১.৬ কি.মি, হোমনা-মেঘনার দূরত্ব-১৭.২ কি.মি, তিতাস-মেঘনার দূরত্ব-২১.৮ কি.মি, তিতাস-দাউদকান্দির দূরত্ব-১৭ কি.মি. এবং মেঘনা-দাউদকান্দির দূরত্ব-২৭.৮ কি.মি.।
জনসংখ্যা, ভোটার সংখ্যা এবং ভৌগোলিক দিক বিবেচনা করলে হোমনা- তিতাস খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। তাছাড়া জনসংখ্যা ও ভোটার সংখ্যায়ও সমতা আসে। এরপর কাছাকাছি অবস্থানে রয়েছে তিতাস-দাউদকান্দি।কিন্তু এক্ষেত্রে জনসংখ্যা ও ভোটার সংখ্যা অনেক বেড়ে যাবে। তারপর কাছাকাছি অবস্থানে রয়েছে হোমনা-মেঘনা। এক্ষেত্রে জনসংখ্যা ও ভোটার সংখ্যা অনেক কমে যাবে। সবশেষ অবস্থানে রয়েছে মেঘনা-দাউদকান্দি। এক্ষেত্রে জনসংখ্যা ও ভোটার সংখ্যায় ভারসাম্য বজায় থাকে। সবকিছু বিবেচনা করলে দেখা যায়, হোমনা-তিতাস নিয়ে কুমিল্লা-২ এবং দাউদকান্দি- মেঘনা নিয়ে কুমিল্লা-১ আসন পুনর্বিন্যাস হওয়া যৌক্তিক।
আয়তন,জনসংখ্যা, ভোটার সংখ্যা, যোগাযোগ ব্যবস্থা এবং পূর্বের হোমনা-তিতাস উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-২ আসনের ইতিহাস বিবেচনা করলে হোমনা-তিতাসই কুমিল্লা-০২ আসনের অন্তর্ভুক্ত হওয়া অধিক যুক্তিযুক্ত বলে দাবি করছেন রাজনীতিবিদ, সুশীল সমাজ, বিশিষ্টজন ও এলাকাবাসী।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে কুমিল্লা-২ আসন ছিল হোমনা ও তিতাস উপজেলা নিয়ে গঠিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০২৩ সালের ১জুন তৎকালীন নির্বাচন কমিশন কর্তৃক নতুন করে কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনের সীমানা পুনর্বিন্যাস করা হয়। এতে হোমনা ও মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা-২ আসনের সীমানা নির্ধারণ করা হয়।
অপরদিকে দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে পূর্বের কুমিল্লা-১ আসন থেকে মেঘনা উপজেলাকে কেটে হোমনার সঙ্গে জুড়ে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনটি পুনর্বিন্যাস করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।