
পুঠিয়া( রাজশাহী) প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে ইনকিলাব মঞ্চের সভাপতি শরিফ ওসমান হাদির মৃত্যু ও তার ওপর হা*মলার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বাদ জুম্মা বেলা ২টা ১০ মিনিটে বানেশ্বর ট্রাফিক মোড়ে বানেশ্বর কলেজের বর্তমান ও সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বানেশ্বর কলেজের সাবেক ছাত্রনেতা ও বৈষম্যবিরোধী আন্দোলনের মোঃ আয়ান।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা এনসিপি নেতা নাহিদুল ইসলাম সাজু, মোঃ বিজয় আহমেদসহ এনসিপি’র অন্যান্য নেতাকর্মীরা। মিছিলটি ট্রাফিক মোড় থেকে শুরু হয়ে পিয়াজহাটা প্রদক্ষিণ করে পুনরায় মোড়ে এসে শেষ হয়।
বক্তারা বলেন, “শরিফ ওসমানের মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়। দায়ীদের শাস্তি না হলে আন্দোলন চলবে।”
প্রোগ্রামটি শান্তিপূর্ণভাবে বেলা ২টা ৩৫ মিনিটে শেষ হয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।

















